প্রকাশিত: Fri, Jan 12, 2024 11:04 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

অর্থনৈতিকভাবে সফল হলে বন্ধুর অভাব হয় না

সৈয়দ ইশতিয়াক রেজা, ফেসবুক: পশ্চিমা সমাজের কাছে গণতন্ত্র ও মানবাধিকার, মত প্রকাশ খুব একটা ম্যাটার করেনা যদি সেই দেশটাকে তাদের প্রয়োজন হয়... ইউক্রেনে সামান্য গণতন্ত্র নাই, তাতে কী আসল আর গেল? ওরে দরকার রাশিয়াকে জ্বালাইতে...মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র, নির্বাচন, মানুষের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা বলে কিছই নাই.. কিন্তু ওরা ভাল.. এতটাই দরকার যে সাংবাদিক খাসোগজি হত্যায় অভিযুক্ত যুবরাজ সাহেবের সাথে গলাগলিও হয়.. মুসলিম দেশগুলোর মধ্যে তিনটি সেক্যুলার দেশ শেষ হয়ে গেছে.. এরা হলো সিরিয়া, ইরাক আর লিবিয়া.. কট্টরগুলোর কিন্তু কিছু হয়নি.. সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনামে গণতন্ত্র কোথায়? 

অথনৈতিকভাবে সফল হলে বন্ধুর অভাব হয়না...।